ভালোবাসা অনুভবে
- যাযাবর জীবন
অনেকগুলো দিন পেরিয়ে গেছে
অনেকগুলো মাস
অনেকগুলো বছর
এক যুগ পার হয়ে
আমরা আরেক যুগে,
দেখা হয় নি তোর সাথে
কথা হয় নি মন খুলে
কথা হয় নি চোখ চেয়ে
কথা হয় নি হাত ছুঁয়ে;
তবুও তোর উপস্থিতি হৃদয় জুড়ে
মন ছুঁয়ে
আজো ঠিক তেমনি,
প্রথম দিনের মত;
আর ভালোবাসা অনুভবে।
আর কখনো মুখোমুখি হব কি আমরা?
কি কথা হবে?
রেখে হাত ছুঁয়ে অনুভবে
নাকি শুধুই চোখে চোখ নিশ্চুপ
সেই প্রথম দিনের মত;
আর ভালোবাসা অনুভবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন