বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

চেহারা ও মন



চেহারা ও মন
- যাযাবর জীবন

ফেসবুক জুড়ে তোর ফেস
আর মনবুকে খোলা মনাবেগ
তোর একঘেয়ে ফেস আর বুক দেখে দেখে ক্লান্ত দুচোখ
এর থেকে অন্ধকার ঢের ভালো;

চাঁদের ফেস সবাই দেখে চাঁদনি রাতে
চাঁদনির মনবই পড়েছে কে?
আমি চাঁদনি চাখি জ্যোৎস্না রাতে
তুই আমাকে
এভাবে কি প্রেম হয়?

তোর উপস্থিতি আমার চোখে শুধুই ফেসবুকে
আমি তোর মনের ভাঁজে ভাঁজে
এভাবে কি প্রেম হয়?

কত ভাবে বুঝিয়েছি তোকে প্রেম কোন খাদ্য নয়
সবার সাথে প্রেম হতে নয়
বারবার তোরই বদহজম হয়;

আমি সমবেদনা জানাতে পারি
ভালোবাসা নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন