আমি কে? - ভার্চুয়ালে
- যাযাবর জীবন
ভার্চুয়াল নদী থেকে মুখ তুলেই
আমার পরিচয় জানতে চায় ভার্চুয়াল জলকুমারী,
আমি চুপ করে থাকি;
আমি কে?
আসলেই তো আমি কে এই ভার্চুয়ালে?
আমি কেও না
আমি বস্তুও না প্রাণীও না
আমি ভূতও না প্রেতও না
আবার ঠিক মানুষও না;
আমার কোন অস্তিত্ব নেই
শুধু মাঝে মাঝে আমার উপস্থিতি আছে
ভারচুয়ালে;
আমার কোন চেহারা নেই
মানুষের মত
একটি অবয়ব হয়তো আছে
মানুষের কাছাকাছি কিংবা অন্য কোন প্রাণীর মত;
ভার্চুয়ালের কোন সময় নেই
যদিও সে একটা টাইম মেশিন,
তবে আমি অনেকটা সময় কাটাই এখানে;
ভার্চুয়ালের চরিত্রগুলোর কোন বয়স নেই
তবে আমার বয়স অনেক
মানুষের হিসাবে এই ধর
সত্তর এর একটু কম
কিংবা আশি থেকে একটু বেশী,
কি এসে যায় বয়সে?
বেঁচে তো আছি ভার্চুয়ালে
মরা ও বাঁচার মাঝামাঝি ঝুলে;
কোন একদিন ইলেক্ট্রিসিটি চলে গেলে
কিংবা কোন একদিন মোবাইলের ব্যাটারি ফুরিয়ে গেলে
কিংবা কোন একদিন নেট ডিসকানেক্ট হলে,
আমিও নেই হয়ে যাব, মানুষ হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন