শনিবার, ১৮ জুন, ২০১৬

নীল নীলাম্বরী



নীল নীলাম্বরী
- যাযাবর জীবন

শাড়ীতে সেজেছ নীল নীলাম্বরী,
নীল হবার এত সাধ কেন গো নারী?
দেখনি কখনো? কেও কেও নীল হয় বিষে,
ভালোবাসার ঠোঁট চুমে;
প্রেম চেন কি,নারী?
তবে বিষ চিনবে কি করে?

তুমি শুধুই চাঁদনিই দেখেছে
চাঁদ দেখেছ কখনো? খোলা চোখে,
দেখেছ সেখানে কত কত দাগ আছে?
প্রেম চেন কি,নারী?
তবে অমাবস্যা চিনবে কি করে?

এসো, একবার আমায় ছুঁয়ে দিয়ে যাও
নীল চিনে নাও
অন্ধকার দেখে যাও,
তারপর না হয় আলো হও
ভালোবাসার ঘরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন