ভালোবাসার খোঁজ
- যাযাবর জীবন
ঈশান কোণে মেঘ উত্তুরে বাতাস
বায়ু কোণ থেকে ঝড় দক্ষিণে সাগর
অগ্নি কোণে বজ্র পূবে সূর্য
নৈর্ঋত কোণে তুই পশ্চিমে ভালোবাসা;
আমার কথা কেও বোঝে না
বোঝে ঝড়ো হাওয়া
আমার ভাষা কেও বোঝে না
সূর্য ডুবে যাওয়া
ভালোবাসা কেও বোঝে না
বোঝে চলে যাওয়া;
আমি অষ্টকোণে তোকে খুঁজি
জ্যোৎস্নার টর্চ জ্বেলে,
দিনরাত্রির অষ্টপ্রহরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন