ভালো লাগা আর না লাগা
- যাযাবর জীবন
বসবাস একসাথে
একছাদে একঘরে
তবুও যেন দুজন, যোজন যোজন দূরে
তুই আর সে;
এক চাঁদ দূরত্ব তোর আর আমার
মনের দূরত্ব খুঁজে পাওয়া ভার;
কাছে, দূরে যেখানেই থাকিস
সারাক্ষণই আমায় ছুঁয়ে থাকিস, অনুভবে।
মাঝে মাঝে
খুব মাঝে মাঝে
যখন কিছুই ভালো লাগে না
তখন চাঁদ দেখি;
তুই আমার চাঁদনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন