চাঁদে ভেজা স্বপ্ন
- যাযাবর জীবন
আজ চাঁদের তিথি
আজ বড্ড এলোমেলো
আকাশ হাসছে জ্যোৎস্নায়
তুই কাঁদছিস
উড়ছে কিছু সাদা সাদা মেঘ
আমি চাঁদনি দেখি,
কোথা থেকে জানি বকুলের গন্ধ ভেসে আসছে
তোর গায়ের গন্ধে কি জানি একটা ছিল
মাতাল মাতাল,
কোন বাড়িতে যেন কাঁদছে একটা শিশু
আমার ধ্যান ভেঙে দিচ্ছে বার বার
তোকে নিয়ে ভাববার,
বড্ড ইচ্ছে একবার তোকে নিয়ে জ্যোৎস্নায় ভিজব
চুমুতে ভিজতে ভিজতে,
তারপর না হয় তোর ভেতর ডুবসাঁতার;
চাঁদের যদি লজ্জা হয়, না হয় মেঘ ঢেকে দেবে তাকে
যেমন আমি ঢেকে আছি তোকে
আদরে সোহাগে;
জ্যোৎস্নায় স্বপ্নগুলো একটু'তো এলোমেলো হতেই পারে,
চাঁদে ভিজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন