ভালোবাসার উল্টোরথ
- যাযাবর জীবন
দুপুরের আকাশেও কেও কেও চাঁদ খোঁজে
কেওবা চাঁদনি
মনের আকাশ অন্ধকার হলে,
রাতের আকাশে যখন তারার মেলা
কেও কেও প্রেম খোঁজে ঘুম চোখে
কেওবা কান্নায় ভাসে;
কারো কারো জীবনটাই চলে উল্টো পথে,
যেমন তোর
যেমন আমার;
আমরা চড়ে বসেছিলাম ভালোবাসার উল্টোরথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন