প্রেম পোকা
- যাযাবর জীবন
আমার নিরিবিলি জীবনটা বেশ কাটছিল একান্তে,
হেসে খেলে
স্থলে জলে
সকাল দুপুর মন খুলে
সন্ধ্যে রাত্রি খেলার ছলে,
একদিন তুই হাত ধরতেই দাবানল
পুড়তে থাকলো সময়
পুড়তে থাকলো ঘর
পুড়তে থাকলো জীবন
পুড়ে গেলাম আমি;
এখন আর জ্যোৎস্নায় বোনা হয় না কবিতা
কিংবা নক্ষত্রে বাসর;
এখন জীবন কাটে
থৈ থৈ অন্ধকারে
শরীর থেকে পোকা বাছতে বাছতে;
দগদগে ঘা হয়ে যাওয়া প্রেম পোকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন