সোমবার, ১৩ জুন, ২০১৬

পরিচয়



পরিচয়
-যাযাবর জীবন

আমার কাছে অনেক প্রশ্ন তোমাদের
আমি নিজেই উত্তর খুঁজছি,
অনেক কিছুই বল তোমরা
আমি চুপ করে শুনে যাই,
আমি হয়তো ভাষাহীন, নয়তো বাক্যহীন
কিংবা কে জানে? বোধহয় বোবা;

মানুষের পৃথিবীতে অনেক আগেই বেমানান হয়ে গেছি
অবহেলা, অপমান তো শুধুই নীলরক্ত মানুষের জন্য
ন-মানুষের তাতে কি যায় আসে?
লাল রক্ত তো পশুরও থাকে;
আমি হয়তো মানুষ নই, অন্যকিছু
হয়তো পশু নয়তো দানব
নয়তো মাটি কিংবা পাথর।

জবাব খুঁজে যাচ্ছি নিজের মাঝে, ক্রমাগত.....................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন