রবিবার, ১২ জুন, ২০১৬

তুই আমি দুজনে



তুই আমি দুজনে

- যাযাবর জীবন

এই যে সকাল আর এই রবি
এই যে দুপুর খাঁ খাঁ রৌদ্দুর
এই যে সন্ধ্যে ছিমছাম গোধূলি
এই যে রাত মনমোহন চাঁদ
ঝুম বৃষ্টি তো মনখারাপ
অনুভব ভাগাভাগি তুই আর আমি
একসাথে দুজনে এক হয়ে দুজনার;

তোর সাথে রাগ
তোর সাথে অভিমান
তোকে ছুঁয়ে থাকা, না পেলে মনখারাপ
তোকে ভালোবাসা, ছেলেবেলার স্বভাব;
সেই কত দিন হয়ে গেছে বলতো?
জড়িয়ে আছিস তুই আমাতে
আমি তোতে
শরীরে শরীরে
অনুভবে অনুভবে
ভালোবেসে আর ভালোবেসে
মন আর মনে
একসাথে দুজনে;

দিন ক্ষণ মাসের হিসেব রাখিনি
ভালোবাসি শুধু এইটুকু জানি
জন্ম থেকে আজ অবধি
ভালোবাসি তোকে
শুধুই তোকে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন