মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

কথায় কথায়



কথায় কথায়
- যাযাবর জীবন

কথায় কথায় কবিতা হয়
কথায় কথায় গান হয়
গানে গানে জীবন কথা
জীবন কোন স্বপ্ন নয়;

যখন তখন মন অভিমান
মান ভাঙাতে রাত্রি পার
তিক্ত কথায় মন ভেঙে যায়
তোর কথাতে ভীষণ ধার;

কথায় কথায় মন ভাঙলাম
কথার শেষে ঠোঁট ঘুমোলাম
প্রেমে যতি কথায় কথায়
সম্পর্কের ইতি কথায় কথায়;

তোর কিছু চুল জড়িয়ে আছে ঘুম বালিশে
মান ভাঙলে নিয়ে যাস এসে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন