শুক্রবার, ৩ জুন, ২০১৬

রঙ্গিলার রং



রঙ্গিলার রং
- যাযাবর জীবন

হরেক রং এর মানুষ তার হরেক রং এর মন
হরেক সুখের অনুভূতি দুঃখ হরেক রকম
হরেক মনে হরেক প্রেম হরেক তার জ্বালা
হরেক প্রেমের হরেক টানে জীবন কালা কালা
নারী তুই রঙ্গিলা কত তোর রং;
হরেক মানুষ হরেক জীবন
হরেক আশার হয় মরণ
হরেক প্রেম হরেক কাম
আছে যৌবন তো আছে দাম
কলাবতী নারী তুই কত তোর ঢং;
একেক প্রেমের একেক ধরণ
ভার্চুয়াল প্রেম ক্ষতির কারণ
হরেক ছলা হরেক কলা
বুঝি না নারীর ছলাকলা
ক্ষমা কর'রে নারী তুই করিস নে আর ঢং
মাফ করে দে নর'রে তুই সাজাস নে আর সঙ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন