বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

"স্পর্শ" - শুরু থেকে সমাপ্তি



"স্পর্শ" - শুরু থেকে সমাপ্তি
- যাযাবর জীবন

একসময় স্পর্শ ছিল স্বপ্ন
একটু ছুঁয়ে দেয়ার আশা,
পরিচয়ের পর থেকে
স্পর্শ হলো সাধনা,
তারপর স্পর্শে কামনা
চুমুতে শুরু সমাপ্তি বিছানা;
তারপর থেকে মুঠোর মাঝে স্পর্শ
যখন ইচ্ছে তখন
একদম নিজের মাঝে
নিজের করে নিজের মতন;
তারপর দিন যায়
স্পর্শের রূপ বদলায়,
একসময় স্পর্শ নির্ভরতা
জীবন যুদ্ধে পাশে থাকার অনুভব
ভালো ও খারাপ সময়ের বান্ধব
আছে, কেও তো আছে, স্পর্শে পাশে;
তারপর স্পর্শ ভরসা
ঘুমের মাঝেও ছুঁয়ে থাকা
নিতান্ত অভ্যেস বসে
রাত ঘুমে যদি মৃত্যু আসে
কেও তো আছে পাশে
জড়িয়ে নিবিড় স্পর্শে;

তোর আর আমার এই ছুঁয়ে থাকার মাঝে
এক সময় বাঁধা হয়ে দাঁড়াবে
এক টুকরো সাদা কাফন;
সাদা কাপড়ে মোড়ার আগে শেষবার
একটু স্পর্শ দিতে ভুলিস না যেন
আমার কপালে তখন;
তারপর থেকে'তো শুধুই স্পর্শের অভাব,
তোর, একলা বিছানায়
আমার, মাটির ঘরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন