ভালো আর খারাপ থাকা
- যাযাবর জীবন
যখন মন উদাস
মনের আকাশে বাস
আজ ভালো আছি
যখন মন দুপুর
বাইরে বৃষ্টি নূপুর
এখন ভালো আছি
যখন মন বিকেল
মনের চরকায় তেল
ভালো থাকার চেষ্টা
যখন মন সন্ধ্যা
চারিদিক যুঁই গন্ধ্যা
আমার মন খারাপ
যখন রাত নামে
সে ভালোবাসি বলে কানে কানে
আমি অন্ধকার হয়ে যাই
ভালো কিংবা খারাপ সময়ের প্রভাব
মন থাকে মনের ভাঁড়ে
সকাল দুপুর সন্ধ্যে কিংবা রাতের আঁধারে
ভালো থাকিস তুই
ভালো থেকো তুমি
দিন রাত্রির অষ্ট প্রহরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন