শনিবার, ১১ জুন, ২০১৬

কবিতায়ন



কবিতায়ন
- যাযাবর জীবন

কিছু অবোধ্য শব্দ
ছড়িয়ে ছিটিয়ে বাতাসে
এখানে ওখানে সেখানে
তবলা বাজায়
কীবোর্ড মাথায়
ভায়োলিন গিটার সিম্ফনি
নূপুর ঘুঙুর রিনিঝিনি
শব্দের পরে শব্দ আসে
সাজে না কোথাও
কেবল শব্দ টঙ্কার,
জল বৃষ্টি কান্না
বুধ শুক্র রবি
ব্রা ভেজা কাম
শীৎকারের ঘ্রাণ
বাজছে
বাজছে ধা তিন তা
উড়ছে
শব্দেরা উড়ছে
এখানে ওখানে সেখানে
কুড়োচ্ছি আমি তুই সে
সেঁটে দিচ্ছি খাতায়,
ব্যাস, কবিতা;

কিসের শব্দ চয়ন?
কোথায় কথার বুনন?
কে বলেছে অর্থ খুঁজতে?
শুধুই কবিতায়ন;
বোধেরও বোধ থাকে,
কাগজে শব্দ বসলেই কবিতা।

আমি কবিতা বুঝি না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন