মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

স্ট্যাটাস ম্যানিয়া



স্ট্যাটাস ম্যানিয়া
- যাযাবর জীবন

তোমরা যাকে ফেসবুক বল আমি বলি মনবই
সারাদিন এতে আমি মনের কথা কই
সারাদিন আমি এতে বিভোর হয়ে রই;

এবার একটু গভীরে যাই,

বুকে থাকে মন
মন তো মনই
ছুটে চলে যখন তখন
যেখানে সেখানে
চিন্তা ও স্বপ্নে;
আজকাল মন যন্ত্রণা কথা আকারে
ওয়ালে ওয়ালে
যখন ইচ্ছে
মুহূর্তে মুহূর্তে
অনুভূতির রঙে রঙিন হয়ে
মনের রঙ ফেসবুকের দেয়ালে;

সকালে ঘুম ভাংতেই
চায়ের কাপ হাতে ক্লিক
চা খাচ্ছি গো!
আদিখ্যেতা দেখে বাঁচি না
যেন আর মানুষ চা খায় না,
খাবার টেবিলের ছবি তো সকাল দুপুর রাতে
প্রতিদিন ফেসবুক জুড়ে
যেন খাবার আছে শুধুই তার ঘরে
পৌঁছে দিতে হবে ফেসবুকের ঘরে ঘরে
ইদানীং আবার নতুন ঢং শুরু হয়েছে
এক এক জন বিশাল মাষ্টার শেফ
ছবির জায়গায় ভিডিও চলে এসেছে,
আচ্ছা, মানুষের কি আজকাল মাথা খারাপ হয়েছে?

ঘুম ভাংলো তো ক্লিক
ছোট্ট একটি বার্তা - আজ আমার মন ভালো নেই
কিংবা আজ নতুন দিন
আজ মা দিন
আজ বাবা দিন
আজ বৌ দিন
আজ স্বামী দিন
আজ এর জন্মদিন
আজ তার মৃত্যুদিন
দিনের কি আর শেষ আছে?
তবে স্ট্যাটাস কিন্তু থাকতেই হয় প্রতিদিন;
ফেসবুকে স্ট্যাটাস না থাকলে সমাজে কি আর স্ট্যাটাস থাকে?

আহহারে ভার্চুয়াল মানুষগুলোর মনে কত কত কথা!
কারো আনন্দ কারো দুঃখ ব্যথা
মন খারাপ হলেই
বুকের ভেতরের ইচ্ছেগুলো চলে আসে চেহারায়
হলো না কি বুক ফেস?
উল্টো সাজলেই ফেসবুক?

এখানে স্ট্যাটাস থাকবে না তো থাকবে কোথায়?
আমার মাথায়?
পাগলে কি না বলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন