চিরযৌবনা তুই
- যাযাবর জীবন
কপালে বড় করে একটা কালো টিপ
ডানদিকে একটু বাঁকা,
নাকের ওপর নাকফুলটা
ঝিক করে চমকে ওঠে সোনা,
ঠোটের ওপর হালকা লালচে লিপস্টিক
দেখলেই বড্ড চুমু খেতে ইচ্ছে করে,
ভাসা ভাসা চোখ ছলছল
এই বুঝি টুপ করে ঝরে পড়বে মুক্তোদানা,
দু-কাঁধ বেয়ে নেমে আসা বন্য চুলের দোলা
বড্ড নাক ডুবিয়ে দিতে ইচ্ছে করে,
তোর খাঁজকাটা চিবুকে আঙুল ছোঁয়াতেই
পূর্ণ দৃষ্টিতে তাকালি আমার দিকে,
আমি হারালাম,
হারালাম তোতে;
সেই থেকে আজ অবধি।
তোকে দেখতে দেখতে এখনো বৃদ্ধ হয় নি আমার চোখ;
তুইও কিন্তু ঠিক তেমনি, আজো;
একদম প্রথম দিনের মত
সদ্য ফোঁটা
চিরযৌবনা;
তোর শরীরে নাক ডোবালেই তো যুঁই ঘ্রাণ;
থরে থরে পারফিউমের বোতলগুলো ঘরে সাজানো,
জং পরে গেছে মুখোগুলোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন