অবোধ্য যতিচিহ্ন
- যাযাবর জীবন
আমাদের দেখা হয়েছে অনেকবার
চোখে চোখ রেখে
সামনা সামনি চায়ের কাপে,
আমাদের কথা হয়েছে বহুবার
হাতে হাত স্পর্শে
ঠোঁটে ঠোঁটে ভালোবেসে,
তারপর যতিচিহ্ন
সময়ের, দূরত্বের, অনুভবের;
কেন?
আজো জবাব খুঁজছি;
ভালোবাসায় যতিচিহ্ন পড়েছ কি?
আদতে তুই বুঝিস নি আমার মন?
হয়তো তাই আজ আমরা বিচ্ছিন্ন দুজন;
আমি আজো মেঘ দেখলেই বলি ভালোবাসি
তোর নিস্তব্ধতায় বৃষ্টি কেঁদে ফেরে
আমি আজো জ্যোৎস্না দেখলেই বলি ভালোবাসি
তোর অপেক্ষায় জ্যোৎস্না লুকিয়ে যায় ভোরে
আমি সারারাত তোকে খুঁজি আকাশে তারা জ্বেলে রাশি রাশি
আর নির্ঘুম স্বপ্নে চিৎকার করে বলি 'ভালোবাসি, ভালোবাসি'
তোর নীরবতা হো হো ব্যঙ্গ করে;
তোর গভীরে একটা দীর্ঘ ডুব,
একটিবার মন চায় খুব
মন চায় খুব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন