অন্য মাত্রার প্রেম
- যাযাবর জীবন
তুই আমি আর অন্ধকার
মন যখন অভিমান
তুই আমি আর চাঁদনি
যখন প্রেম জোয়ার
তুই আমি আর সূর্য
রাগ পুড়ে বাষ্প
তুই আমি আর বৃষ্টি
আমাদের মন খারাপ
মন তো পুড়তেই থাকে বর্ষায় কিংবা রোদে
কাম বয়ে নদী হয় তোকে না পেয়ে
অনেকদিন চাঁদ ওঠেনি
এখন ঘোর বর্ষার সময়;
এবার বর্ষায় নদী পুড়ুক
এবার অমাবস্যায় সূর্য উড়ুক
চল ভিজি দুজনে কাম পোড়া চাঁদনিতে;
বেলুন না হয় জিভে জড়াব লবণ চাখার আগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন