শুক্রবার, ১ জুলাই, ২০১৬



স্বপ্ন, চাঁদ ও চাঁদনি
- যাযাবর জীবন

যখন ভাবনার ঘরে তুই
তখন বৃষ্টি মনের ঘরে
যখন বৃষ্টিতে ভিজি মনে মনে
তখন তুই পাশে হাত ধরে,
যখন পাশে তুই
তখন সূর্যটা মনের আকাশে
আমি রোদে ভিজি তোর সাথে
বাতাসে প্রেমের গন্ধ
ঠোঁটে ঠোঁটে
হৃদয়ে হৃদয়ে,
এভাবেই পথচলা হেঁটে হেঁটে বহুদূর পানে
মনে মনে তোকে ভেবে
ভাবনার ঘরে স্বপ্ন বুনে;

স্বপ্নে তোর সাথে পথচলায় কে মানা করবে আমায়?
তোর মত করে,
ভাবনায় তোকে ভালোবাসায় কে মানা করবে আমায়?
তোর মত করে।

স্বপ্ন দেখতে দেখতে হয়তো কোন একদিন চাঁদনি দেখব
দুপুর সূর্যে
যেদিন সত্যিই তুই এসে দাঁড়াবি চোখের সামনে,

তুই কি এখনো আগের মতই আছিস?
না বুড়িয়ে গিয়েছিস আমার মত
আমায় ভেবে ভেবে;
কি যায় আসে চাঁদের কলঙ্কে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন