সোমবার, ৩১ জুলাই, ২০১৭

বদল



বদল
- যাযাবর জীবন


চোখের দূরত্বে মনের আড়াল
আজ যোগাযোগ কমতে কমতে ঝাপসা হয়ে গেছে
তোর সম্পর্কের অনুভব
হয়তো ঝাপসা হতে হতে হয়তো আমাদের সম্পর্কটাই মুছে যাবে একদিন
তোর মনের আয়না থেকে;

বড্ড বদলে গেছিস তুই।

কোন এক একলা দুপুরে স্মৃতির কাঁটা খোঁচা দিলে
মনে হবে কি আমার কথা?
কোন এক একলা রাতে কোলবালিশটা জড়িয়ে ধরে
মনে করবি কি আমার কথা?

আমার মনের আয়নায় এখনো কিন্তু তুই তরতাজা
সকালে, দুপুরে, সন্ধ্যা কিংবা রাতে,
তরতাজা আমাদের ছোট-বড়, ভালো-মন্দ, রাগ-অনুরাগের স্মৃতিগুলো
মনের পাতা'তে;

আমি কিন্তু বদলাই'নি একটুও।



রঙিন স্বপ্ন, সাদাকালো জীবন



রঙিন স্বপ্ন, সাদাকালো জীবন
- যাযাবর জীবন


আমরা একসাথে বাস করি
এক বিছানায় এক ঘরে
তবুও একজন আরেকজন থেকে যোজন দূরে
হাত বাড়ানো হয় না কোলবালিশের ওপারে
কাছে টানা হয় না বুকের ওপরে
দাম্পত্য কেঁদে মরে;

আমাদের বাস দুজন দু-ভুবনে
দুজন দুজন থেকে অনেক অনেক দূরে
তবুও একজন আরেকজনের মনের ঘরে
ওখানে চাঁদ উঠলে এখানে জ্যোৎস্না বৃষ্টি
এখানে মন খারাপে ওখানে অনাসৃষ্টি
একে কি ভালোবাসা বলে?

সম্পর্কগুলো বড্ড অদ্ভুত,
কখন যে হাসায় আর কখন যে কাঁদায়!
কে বলতে পারে?

আমরা স্বপ্ন দেখি রঙিন চশমায়
জীবন একদম সাদাকালো।



অসম্পূর্ণ



অসম্পূর্ণ
- যাযাবর জীবন


অবোধ্য শব্দে
অসম্পূর্ণ কবিতা,
যখন তোর ভাব বুঝি না
অসম্পূর্ণ ভালোবাসা,
আর যখন তোকে বুঝি না
আমি নিজেই অসম্পূর্ণ।


ভালোবাসা বিন্যাস



ভালোবাসা বিন্যাস
- যাযাবর জীবন


তারার মেলা রাতের আকাশে, আমি সবুজ ঘাসে
কালো কালো বেদনার রাতে
সবুজ সবুজ ঘাসের ডগায়
বিন্দু বিন্দু শিশিরে কান্না ভাসে;

আমি নদী দেখি, আকাশ দেখি
শিশির দেখি, কান্না দেখি
স্বপ্নগুলো কালো হতে হতে রাতে গিয়ে মেশে
তুই কোথাও নেই আশেপাশে;

আমার সোনালু স্বপ্নগুলো পেঁচাতে পেঁচাতে ধুসর
তোর উন্নাসি হৃদয় ব্যস্ত ভালোবাসা বিন্যাসে
তুই তারা সেজে রাতের আকাশে
আমি স্বপ্ন দেখতে দেখতে মর্ত্যের সবুজ ঘাসে।


বৃষ্টি, তপ্ত ঠোঁটে




বৃষ্টি, তপ্ত ঠোঁটে
- যাযাবর জীবন


আয় বৃষ্টি ঝেঁপে
মন দেব মেপে
নরম ঠোঁটে গরম চা
তপ্ত ঠোঁটে চুমু খা।


ক্যালরি



ক্যালরি
- যাযাবর জীবন


প্রেম হলো না আজ সারাদিন,
মনে ক্যালরি জমতে জমতে হৃদয়ে চর্বি;

চল রাতভর ক্যালরি ঝরাই চুমুর বন্যায়।


ভদ্দরনোক


ভদ্দরনোক
- যাযাবর জীবন


রোদ হেলতেই মন আনচান
সূর্য ডুবতেই কুকুর জিহ্বা
রাত নামতেই আমি শ্বাপদ
পকেটে টাকার ঝনঝন
মনেতে কাম টনটন।

অন্ধকারে মৃগগন্ধা নরম শরীর
রানের ফাঁকে কামের সুড়সুড়ি
রিপুর গলিত শবে কামুক চোখ
হিংস্র হাসিতে হায়েনা দাঁত
কাম বাজারে টাকা ওড়ে
সারারাত ধরে
কুঁচকানো আঁচল পড়ে থাকে সিথানে
আর বিছানায় দলিত মথিত মাখন শরীর;
হ্যাঁ, আমি'ই পশু,
কাম বাজারে।

কয়েক সেকেন্ডের স্খলন শেষে
আমি নিপাট ভদ্দরনোক;

এবার ঘরে ফেরা
বৌ এর কাছে।

নারী-মাংসের বেচাকেনা!
ছি, ছি,
সে তো কামের হাটে,
কালে ভদ্রে অন্ধকার রাতে;

আমি বাবা ভদ্দরনোক
বৌ এর বুকে নাক গুঁজে।


সূর্য কন্যা



সূর্য কন্যা
- যাযাবর জীবন


ধূমায়িত সবুজ চা ঠোঁটে
রোদের ব্যালকনিতে তোর অলস হেলান
ঝমঝম বৃষ্টিনূপুর আমার টিনের চালে
আমার মেঘলা মন সারা দিনমান,
রোদের লালাভ ডানায় প্রজাপতি ওড়াউড়ি
তোর বিশাল বাগানে
ধুকতে থাকা জলফরিং আমার মাটির টবে
ডানা ভেঙ্গে;

বিস্তর ফারাক আমাদের দুজনের,
ফারাক সময়ের
ফারাক জীবনের
ফারাক জীবন যাপনের
ফারাক দিন আর রাতের
ফারাক ভালোবাসা আর অনুভবের
তোর আর আমার,
আমার সারাদিন পেটের ধান্ধায়
তুই দিনমান আলসে বিছানায়
আমি কর্মাক্ত ঠোঁট চাটি ঘর্মাক্ত ঠোঁটে
রাতভর কাম-চুম্বন তোর অধর-ওষ্ঠে;

আমার গোলার্ধে বর্ষা
মনে বসন্ত তোর
আমার বৃষ্টিস্নান
থৈ থৈ রোদ ভেজা তোর,
রোদেরও কিছু রঙ আছে
গান আছে
সুর আছে
বৃষ্টির শুধুই কান্না,
আমি ভিজতে ভিজতে মাটি
তুই সূর্য কন্যা।


রাত্রির খাতায় ভালোবাসা




রাত্রির খাতায় ভালোবাসা
- যাযাবর জীবন


ভালোবাসা, আপন করে নেয়া
হোক না সে এক জোড়া টগবগে ছুটন্ত পা
কিংবা আমার মত হুইল চেয়ারে পড়ে থাকা অথর্ব মাংসপিণ্ড;

অনুভবে কাছে আসা
অনুভব'ই ভালোবাসা
আপন করে নেয়া উড়ন্ত পাখি
কিংবা আমার মত ডানা ভাঙা;

ভালোবাসা মানে কাছে টানা
ভালোবাসা মানেই নিজের করে নেয়া,
টগবগে নওজোয়ান
কিংবা আমার মত অসম্পূর্ণ অর্ধ মানব;

কেও ভালোবাসে
কেও চেয়ে থাকে আশায়;

অনুভব অনুভবে
আর ভালোবাসা!
কিছু বইয়ের পাতায়
আর কিছু কবিতার খাতায়।

আমি শুধু শুধুই ভালোবাসা লিখি
অন্ধকার কালিতে
রাত্রির খাতায়।


মানুষ হব


মানুষ হব
- যাযাবর জীবন


যেখানে ভালোবাসা সেখানেই মনোমালিন্য;

মন থাকলে সে তো একটু মলিন হতেই পারে!
রাগ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না
মন কষাকষি, ঝগড়া
কত রকম অনুভূতি
কত রকম অনুভব
মনের ভেতর খেলা করে;
মানুষ হলে পরে।

কই? তোর সাথে তো কখনোই ঝগড়া হয় নি আমার;
তবে কি ভালোবাসা ছিল না? মন নামক মনের খাঁচায়;
তোর কিংবা আমার।

তবে কেন মন পোড়ে তোর কথা মনে হলে?
অনুভূতি কখনোই বুঝতে পারি নি আমি,
আমি বোধ হয় মানুষ নই।

একবার ঠিক মানুষ হব, তোকে ভালোবেসে।



শনিবার, ২২ জুলাই, ২০১৭

রিপু বুনা



রিপু বোনা
- যাযাবর জীবন


বসন্ত বুনেছি আজ শ্রাবণের রাতে
তোর হেমন্ত ডানায় শীতের কুয়াশা
বৈশাখী ঝড়ে তোর ডানা ভাংতেই
শরত মনে গ্রীষ্মের দাবদাহ;

ষড়রিপুর অন্ধকারে হারিয়ে গেছে ষড়ঋতু
আমি রিপু বুনে যাই, রাতভর।



ডুব


ডুব
- যাযাবর জীবন


রাত হলেই তুই নেমে যাস অন্ধকারে
আমি ডুব দেই কালোতে
প্রেম গন্ধে নেমে যাস তুই কস্তূরী নাভিতে
আমি ডুবে যাই মায়া-হরিণীর চোখে;

তো'তে নামতে গিয়ে কতবার গাছ হয়েছি!
ভাসতে গিয়ে হয়েছি আকাশ
ডুবতে গিয়ে সাগর;

আর মানবী'তে আগ্রহ হারিয়ে ফেলেছি
সেই সেদিন থেকে;
যেদিন পাহাড় হয়ে গিয়েছি,
তোকে ভালোবেসে।





অহংকার



অহংকার
- যাযাবর জীবন


আমার এই আছে আমার ঐ আছে
হামবড়া ভাব চলনে বলনে,
মানবতা! খুঁজে পাওয়া ভার;

আমি এই হনুরে আমি সেই হনুরে
নিত্য বড়মানুষি কথায়, আচরণে,
মানুষ হওয়াই হয় না আমার;

আরে বোকা মাটি হবেই মাটি
আজ, কাল বা পরশু;
কিসের তোর বড়াই?
মিথ্যে অহংকার।




মরুভূমি



মরুভূমি
- যাযাবর জীবন


বৃষ্টিতে মন ভেজা
অনুভূতি অনুভব
বৃষ্টিতে আমি ভিজি
অনুভবে তুই সব;

তোকে চিনতে গিয়ে
আমার আমি'কে চিনি
যেখানে তুই নেই
সেখানে ধু ধু মরুভূমি।



লেনাদেনা


লেনাদেনা
- যাযাবর জীবন


রাত চেনে অন্ধকার
আমি চিনি চাঁদনি,
তুই আমার বড্ড অচেনা
ভালোবাসায় শুধুই লেনাদেনা।


ভালোবাসার মন নৌকা



ভালোবাসার মন নৌকা
- যাযাবর জীবন


আকাশের মন খারাপ
বড্ড বৃষ্টি ঝরাচ্ছে
আমারও ইচ্ছে করছে বৃষ্টিভেজা হতে
তোর সাথে;

কোথায় তুই?
তোরও কি ভিজতে ইচ্ছে করে?
আমার সাথে;

ঝমঝম বৃষ্টি টিনের চালে
বৃষ্টির ফোঁটাগুলো নাচছে পুরো ছাদ জুড়ে
মন খুলে রেখেছি আকাশের সাথে
আয় দুজনে ভিজি, বৃষ্টিতে
ভালোবাসার মন নৌকায় ভেসে যেতে।


মায়া




মায়া
- যাযাবর জীবন


মায়া
বড্ড খারাপ অনুভূতি,
একবার ভেতরে বসে গেলে
আর নেই কোন গতি;

কওয়া যায় না
সওয়া যায় না
অন্তরদহন হৃদয় ক্ষরণ
মায়া অনুভবের করুণ পরিণতি;

কেন তোকে এত্ত মায়া করি?

পাহাড় তলে পাহাড় দেশে




পাহাড় তলে পাহাড় দেশে
- যাযাবর জীবন


পাহাড়ে রোদ ঝিলমিল
অল্প স্বল্প মেঘের ভেলা
নীলাকাশে সারা বেলা
পাহাড় হাসে খিলখিল;

আমারও ইচ্ছে করে রোদ-ভেজা হতে
পাহাড় পাদদেশে
তুই যদি থাকিস পাশে।

আয় ভিজি রোদে
দুজনে একসাথে
পাহাড় তলে
পাহাড় দেশে।



সোহাগী দাম্পত্য


সোহাগী দাম্পত্য
- যাযাবর জীবন


সারারাত পাশাপাশি
কোলবালিশ সীমানা
ঔষধ ঘুমে দম্পতি
ভালোবাসা উড়ালডানা;

অনুভবে ভালোবাসা
স্পর্শে পাশে থাকা
সোহাগী দাম্পত্য
সারারাত জড়িয়ে রাখা।


মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

ঋণাত্মক জীবন



ঋণাত্মক জীবন
- যাযাবর জীবন


কারো মুখে সোনার চামচ
কেও জীবন হাঁটে বন্ধুর পথে
রাস্তার ইতিহাস ধুলোমাখা পায়ে

অর্থ সফলতা নয়
স্বস্তির খোঁজে জীবন
লোভের পরিহাস, অশান্তি

ভালোবাসা, কাম নয়
প্রেমের হাতছানি অর্বাচীন
সংসার খানখান প্রতিদিন

যোজন যোজন দূরে চাঁদের হাতছানি
জ্যোৎস্নায় হাত বাড়ায় সবাই
রাতের ইতিবৃত্ত লেখে অন্ধকার

আমি অর্থের খোঁজে
বন্ধুর পথে
জ্যোৎস্নায় ভিজি
অর্বাচীন প্রেমে;
আর কালোর মাঝে আলো খুঁজে খুঁজে
রাত হই প্রতিদিন;

কারো জীবন সূর্যে আলোকময়
কারো অঢেল প্রাপ্তি অযাচিত অকারণ
আমার ধনাত্মক চাহিদার ঋণাত্মক জীবন।















দাম্পত্যের ধরণ



দাম্পত্যের ধরণ
- যাযাবর জীবন


বছর বছরের প্রেমের পরিসমাপ্তিতে
কয়েক সেকেন্ডের স্খলন;

তারপর দাম্পত্য নামক প্রাত্যহিক জীবন
টক ঝাল তেতো মিষ্টি কত রকম তার ধরণ!


ঈর্ষা ভেজা পাহাড়ে



ঈর্ষা ভেজা পাহাড়ে
- যাযবর জীবন


অঝোর বৃষ্টি পাহাড়ে পাহাড়ে
কামুক হয়েছে পাহাড়
ভিজে ভিজে, আহা রে!

পাহাড় ডাকছে
মেঘ ডাকছে
পেয়েছি বৃষ্টির নিমন্ত্রণ
স্বপ্নে ও ভালোবাসায় কোথায় আমার নিয়ন্ত্রণ?

এবার মেঘের ডানায় উড়াল আমার পাহাড়ে
পাহাড় রাণীর সাথে কাটাব তুই হীনা
কামহীন ভালোবাসার কিছু রাত;

তুই ঈর্ষায় ভিজতে থাক।
আমি উড়াল ডানায় পাহাড়ে
ভিজতে বৃষ্টিতে আহা রে!


অতৃপ্তি অর্ধকামে



অতৃপ্তি অর্ধকামে
- যাযাবর জীবন


প্রতিদিন তো আর শ্রাবণ নয়,
বৃষ্টি এলেই ভিজতে হয়;

অর্ধকামে অতৃপ্তি তোর
আমি জ্যোৎস্নায় ভিজি প্রতিদিন
চাঁদ ও চাঁদনিতে।


একলা


একলা
- যাযাবর জীবন


একলা পাহাড় খুব সকালে ভিজছে রবির লালে
একলা আমি খুঁজছি আমায় একলা পাহাড় তলে
একলা তুই একলা রাতে কাঁদিস অনেক দূরে
একলা চাঁদ অনেক আলোয় থাকে তোকে ঘিরে।


ঘুমে ইচ্ছে পাহাড়


ঘুমে ইচ্ছে পাহাড়
- যাযাবর জীবন


ইচ্ছে পাহাড়টা ঘুমোচ্ছে ভোরের বুকে
মেঘের ডানায় নাক ঘষে
আমার ঘুম হয় না চাঁদনির ডাকে
আমি চাঁদের সাথে সাথে,
একদিন ঠিক পাহাড় থেকে নেমে
আমিও ঘুমিয়ে পড়ব তোর বুকে;

ভালোবাসা থাকুক আর নাই থাকুক
ঠেলে দিস না আবার আমায় অন্ধকারে
সেই সেদিনের মত
পর করে।




রবিবার, ৯ জুলাই, ২০১৭

মনবধ



মনবধ
- যাযাবর জীবন


থৈ থৈ রোদ দুপুর
চিড়বিড়ে মন হলদেটে
কাম নাচছে অনঙ্গ মেঘের নাচে
বুকে অথৈ শরৎ ভাবের খেলা
আজ কি ঝরবে আকাশ?
না শুধুই মেঘে মেঘে মেঘালাপ;

ক্লান্তির ব্যালকনিতে হেলান দিতেই
চোখ ঘুম ঘুম
স্বপ্নের আয়নায় তোর আয়ত চোখ খুলতেই
দুপুরের চোখ কুয়াশা
টুপ করে দু-ফোঁটা শিশির ঝরতেই
আমার ঘুমভাঙ্গা চোখে নেশা
ঐদিকে বিকেল হাজির রোদরঙা চায়ের কাপে
ঠোঁটের ভাঁজে কাপ রাখতেই আগুন তোর ঠোঁট
বুকের চাতাল বেয়ে কাম নামতেই
ঝুম বৃষ্টি নেমে আসে তোর আঁচল বেয়ে;
স্বপ্নমৈথুনে কাম ঝরিয়ে তুই উড়ে যাস সন্ধ্যের বকডানায়
আমি রতিভেজা নেমে যাই অন্ধকার রাতে।

কামবধের পর
আজ সুনসান অমাবস্যা।



শনিবার, ৮ জুলাই, ২০১৭

ছুঁয়ে থাকা ভালোবাসা



ছুঁয়ে থাকা ভালোবাসা
- যাযাবর জীবন


প্রেম কাম ও কাম নয়;

প্রেম যদি শারীরিকই হয়
তবে মন কেন তোকে ছুঁয়ে থাকে?
রতিক্লান্ত শরীরে;

আমি বার বার ডুব দেই তোতে
শরীর ও মনে;

এই যে ছুঁয়ে ছুঁয়ে থাকা
শরীরে শরীরে
মনে আর মনে
অনুভবে ক্ষণে ক্ষণে;

একে কি ভালোবাসা বলে?





কবিতার জাইগোট




কবিতার জাইগোট
- যাযাবর জীবন


কবিতার সাথে দীর্ঘ সময়ের সহবাসে
কারো অঙ্কুরোদগম হয়
কেও রয়ে যায় বন্ধ্যা,
আমার মত;

শুধুই অক্ষরের টক ঢেকুর, অবিরত।

শব্দ আর কলমের জাইগোট হয় না
ভাবনার বীর্যে।


নতুন যাত্রা



নতুন যাত্রা
- যাযাবর জীবন


রোদ তেতেছে আজ
বৃষ্টি শুকিয়ে নিতে
খুশি তোর চোখে
কান্না মুছিয়ে দিতে;

এবার মুছে দে আমায় স্মৃতি থেকে
নতুন পথে যেতে।


বন্ধন



বন্ধন
- যাযাবর জীবন

স্বার্থে সম্পর্ক গড়ে,
টোকায় ভেঙে যায়;

বন্ধন ভালোবাসায়।


বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

শ্রাবণ আঁচল



শ্রাবণ আঁচল
- যাযাবর জীবন


সমুদ্র তোর চোখ
লবণ কুড়াই আমি
উড়াল ডানায় তুই
আকাশ বাড়ি আমার;

একদিন শ্রাবণ মুছে দিয়ে যাস
আদর আঁচলে
মন তোর বৃষ্টি হলে।



চাঁদনি রাতে ডুব



চাঁদনি রাতে ডুব
- যাযাবর জীবন


চাঁদ ও চাঁদনি
তুই আর আমি
অনেকগুলো গল্প
চাঁদনি রাতে অল্প
চুমু চুমু কথা
বিশাল নীরবতা
উত্তাল সাগর
ডুবছি তোতে
তুই আর আমি
চাঁদনি রাতে।



চাঁদ স্বপ্ন



চাঁদ স্বপ্ন
- যাযাবর জীবন

তুই আমি ও চাঁদ
আর ঠোঁটে ডোবা রাত
অনেক হয়েছে স্বপ্ন
এবার চল অন্ধকার হই
ঘুমবালিশে।





ডানা ভাঙা পাখি




ডানা ভাঙা পাখি
- যাযাবর জীবন


পাখিটা উড়ছিলো ভালোই
ডানা ভাঙল প্রেমে।


কালি পা



কালি পা
- যাযাবর জীবন


কথা বুঝলেই কবিতা
আর নয়তো পিঁপড়েও হেঁটে যায়
কালি পায়ে;

কখনো দেয়ালের দাগও ছবি হয়
কালি পায়ে পিঁপড়ের জয়।



শব্দের ফাঁকে শব্দ



শব্দের ফাঁকে শব্দ
- যাযাবর জীবন


যতই তুই থাকিস দূরে
আমি তোর মনের ঘরে
আকাশে আজ মেলেছি ডানা
তোর কাছে যেতে উড়ে

একটি আমার মনের খাতা
তোকে ভেবে ভরছে পাতা
শব্দ সাজাই শব্দের ফাঁকে
কাব্য সাজে তোকে ঘিরে

চল উড়ে যাই দূর আকাশে
মেঘের ওপর মেঘ ঐ ভাসে
স্বপ্ন ডানার পাখা মেলে
উড়াল ডানায় দুজন মিলে

যখন তোর উঁকি মনে
একটু শিহরণ সংগোপনে
সমুদ্র আজ মেখেছি গায়ে
অনুভূতির কান্না ধুয়ে

লবণ ধুয়ে নেব লবণ জলে
কান্না ওড়াব খেলার ছলে
ভাসব দুজন মেঘের আকাশে
থাকিস পাশে ভালোবেসে।


ভেজা অনুভূতি



ভেজা অনুভূতি
- যাযাবর জীবন


বুকের গভীরে লুকানো ভালোবাসা
ঠোঁটে ঠোঁটের স্বাদ
আমি কি ছুঁয়েছি তোকে?
মন ছুঁয়েছে চাঁদ;

দুপুরের গল্প কি জানিস?
রোদ;
তবে আজ কিন্তু বৃষ্টি
মন, সূর্যটা ঢেকে দিয়েছে বলে;

আকাশের দেয়ালগুলো ভেঙে জ্যোৎস্না নামবে যখন
আমি তোর বুকে ভালোবাসার ঘ্রাণ শুকব নাক ঘষে
তুই ঘুমপাড়ানি গান শোনাবি চুমু ভেজা ঠোঁটে
আবার কাম জেগে উঠলে
না হয় ভিজব তোতে;
বৃষ্টির তো ভেজাতেই আনন্দ
কে ভেজে
কেন ভেজে
কখন ভেজে
তাতে তার কি যায় আসে?

আমি আকাশের কথা বলছি
মেঘের
বৃষ্টির
কান্নার,
আর তোকে ভালোবাসার;

থাক না লুকনো বাকি অনুভূতিগুলো বুকের গভীরে
যেদিন আঘাতে হৃদয় খুঁড়বি সেদিন দেখিস খুলে খুলে।

রঙ বেরঙের অনুভূতি



রঙ বেরঙের অনুভূতি
- যাযাবর জীবন


আকাশের অনুভূতি নীল
মন খারাপে কালো, জ্যোৎস্নায় হলদেটে;
সবুজ অনুভূতির সতেজ বনে কখনো দুঃখ ছেয়ে গেলে সে পাতা ঝরিয়ে কাঁদে
সাগরের অনুভূতি কখনো আকাশ নীল, কখনো বন সবুজ
আবার পাহাড় যখন খুব কাঁদে তখন পানসে ঘোলাটে;

আমি খুব অবাক হয়ে এদের খেলা দেখি
রঙ এর খেলা
অনুভূতির খেলা;

আমার অনুভূতি শুধু তোতে,
তোর কথা মনে এলেই
রংধনু অনুভূতি বুকের চাতালে;

যেদিন আর স্বপ্ন দেখবি না রাতে,
সেদিন জানিস আমিই রাত্রি হয়ে গেছি ধুসর হতে হতে।


কোলবালিশ



কোলবালিশ
- যাযাবর জীবন


যৌবনের অত্যাচার জানে কোলবালিশ,
বিয়ের আগে;
তারপর থেকে খাট সয়ে যায় দাম্পত্য।


চিরঘুম



চিরঘুম
- যাযাবর জীবন


বৃষ্টি নেমেছে ঝুম
ঘুমপাহাড়টা ভিজছে আকাশে হেলান দিয়ে
ডানা ভেজা পাখিগুলো চুপচাপ পাতার ফাঁকে ফাঁকে
মাঝে মাঝে ঠোঁট আদর দুজন দুজনে;
একটা দুটো অসভ্য কাক এদিক ওদিক অযথাই কা কা উড়ে যায়
নিস্তব্ধতা ভেঙে দিয়ে,
এখানে সময়কে থামিয়ে দেয়া গেলে বেশ হত!
কিংবা জীবন'কে;
নিস্তব্ধ ঘুমপাহাড়ে হেলান দিয়ে চিরঘুমে।




একলা সম্পর্ক




একলা সম্পর্ক
- যাযাবর জীবন


তুই আর আমি প্রতিদিন জেদাজেদি
আজ দুজন দু-জায়গায় বেশ আছি;
জানিস! একলা রাতে এখন সম্পর্ক খুব কাঁদে
আমাদের ছেড়ে গিয়ে।

সোমবার, ৩ জুলাই, ২০১৭

লতানো সুখ



লতানো সুখ
- যাযাবর জীবন

আমি তো কবেই উড়ে গেছি দূরে
ঐ সুদূরে
পালক যদি কিছু পড়ে থাকে তবে কেবলমাত্র স্মৃতির;

তবু এখনো মাঝে মাঝে তাকাতে ইচ্ছে করে নীচে
অনেক অনেক নীচে;
অবগাহনে না হয় শরীর ঠাণ্ডা হয় আমার
নদীর কি যায় আসে?

দেখিস একদিন আমিও ঠিক ঠিক মাছ ধরব তোর গভীরে
সেদিন কাঁদিস না ভালোবেসে

তুই শুধু শুধুই লতিয়ে থাকিস আমাতে, কান্নায় ভেসে,
আমি আকাশে।

লতিয়ে থাকার সুখ জানে সোনালু
ভালোবেসে কিংবা না বেসে।




চিলেকোঠা বাসি



চিলেকোঠা বাসি
- যাযাবর জীবন

এখানে বড্ড বৃষ্টি হচ্ছে আজ। মনে আছে? ঐ চিলেকোঠার ছাদ;
আহ কি দারুণ সময়ই না ছিল!
কদমে
বৃষ্টিতে
আর তোতে মাখানো।

কখনো যদি কদম আনতে ভুলে গেছি, কি রাগ তোর!!!
আর খোঁপাতে কদম পড়াতেই গলা জড়িয়ে তা ধেই ধেই
সে কি নাচ! একটু যদি করতি লাজ!

ঝিরিঝিরি বৃষ্টিতে বড্ড রেগে যেতি তুই
আধ-ভেজা হয়ে আকাশের সাথে যত্ত অভিমান,
তারপর যেই না ঝুম বৃষ্টি!
তোর আনন্দ দেখে কে!
কত অত্যাচারই না সয়েছে বেচারা ছাদ তোর ধেই ধেই নাচে;
অত্যাচার আমায় কম করেছিস?
একটু পর পর চায়ের বায়না
একটু পর পর চুমুর,
তারপর ঝুম বৃষ্টিতে আবার ধেই ধেই ঘুরে ঘুরে
পুরোটা ছাদ জুড়ে
চুমুতে আদরে ভরে
মনে পড়ে?
আজো কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে
সেদিনের মত
আর তুই মনে।

জানিস! এখন আর সেই ছাদটা নেই, ওরা চিলেকোঠার ঘরটা ভেঙ্গে
পুরোদস্তর বিল্ডিং বানিয়ে ফেলেছে; এখনো খুব মাঝে মাঝে ও রাস্তায় গেলেই
চোখ চলে যায় চিলেকোঠার দিকে আর মন তো'তে।

এখনো বৃষ্টি আছে, এখনো কদম ফোটে
এখনো ঝড় উঠলেই মন দিগ্বিদিক ছোটে
এখনো রোদ ওঠে, চাঁদ ওঠে
এখনো ভালোবাসতে ইচ্ছে করে জ্যোৎস্না এলে
এখনো ঘুমুতে ইচ্ছে করে তোর বুকে, ঢলে ঢলে;
মন কি আর মরে যায়? বল।

তুই উড়াল ডানা হতেই আমি ডানাভাঙা পাখি
তোর পেছন ফেরার সময় হয়েছে কি?
আমি স্মৃতি কুড়োই, কান্না বেচি;
আমি এখনও মনে মনে ঐ ছোট্ট চিলেকোঠা বাসি
কখনো কাঁদি কখনো হাসি
আর তোকে ভালোবাসি;

জানিস! সেই সেদিনের মত খুব বৃষ্টি এলে
এখনো আমি ভিজি কান্নায়, ভিজে তোতে
মনে মনে, চিলেকোঠার ছাদে।




রবিবার, ২ জুলাই, ২০১৭

প্রেমিকা হবি?



প্রেমিকা হবি?
- যাযাবর জীবন

অনেক কিছুই তো এলোমেলো
এর মধ্যে আমি সবচেয়ে বেশি,
সব কিছুর মাঝেই কিছু না কিছু খুঁত থাকে
আমার মাঝে সবচেয়ে বেশি,
অনেক সুন্দরের মাঝেও কিছু অসুন্দর থেকেই যায়
আমার যে পুরোটাই কালো!
তবুও কেন রে এত বাসিস ভালো?

আমার সব এলোমেলো
সব খুঁত আর কালো
সব অন্যায় আর ভুল
সবচেয় বড় ভুল কি জানিস?
তোকে দেখার ভুল।

বড্ড মন কেমন কেমন তোকে দেখলেই;
এ কি ভালোবাসা, নাকি অন্য কিছু?
আমি বুঝি না;
বোঝা আর না বোঝায় দোদুল্যমান হয়ে
আমি দিন দেখি রাত হয়ে
সাদা দেখি কালো হয়ে
সূর্য দেখি রাত্রি হয়ে
আর তোকে দেখি অবাক হয়ে;

আমি ভালোবাসা বুঝি না
তবুও তোকে দেখি
দেখি
আর দেখি তোকে মন ছুঁয়ে;

প্রেমিকা হবি আমার? ভালোবাসা ছুঁয়ে।




শনিবার, ১ জুলাই, ২০১৭

তুই কই?


তুই কই?
- যাযাবর জীবন


চুমুকে চুমুকে সবুজ চা
চুমুতে চুমুতে তুই
কখনো জ্যোৎস্না কখনো বৃষ্টি চাঁদের সাথে
জেগে থাকি রাতভর
তুই কই?
তুই কই?


শূন্যতা




শূন্যতা
- যাযাবর জীবন


শূন্যতা তো ছিলই
থরে থরে সাজানো
প্রকোষ্ঠে প্রকোষ্ঠে নিলয়ে অলিন্দে
ঘুম আর জাগরণে
কি এক আজব দিন ছিল সেগুলো,
শূন্যতায় ভরা;
তোর জন্য।

তারপর অনেক যুগ পার হয়েছে
এখন আর রাত জাগি না
ঘুমোলেও স্বপ্ন বসে না চোখে
কখনো চোখ চেয়ে থাকে সূর্যের দিকে, পোড়ায় না কিন্তু
জ্যোৎস্না দেখলেই বন্ধ করে ফেলি চোখ, যদি আবার
তোর কথা মনে পড়ে যায়! আগের মত!

এখন অলিন্দে শূন্যতা নিতে বড্ড ভয় করে
নিলয় ভরে আছে তোতে তোতে
ভালোবাসার স্থান কোথায় হৃদয় ঘরে?

আমি জানি,
তুই এখনো আদরদানা বিছিয়ে রেখেছিস আঁচল জুড়ে
আমার সাধ্য কোথায় খুঁটে খেতে।

দেখ দেখ!
ঐ যে ফিসফিসানি বৃষ্টি হচ্ছে নারকেল পাতায়
আয় ডুব দেই মনের গোলকধাঁধায়
তারপর রাত হয়ে যাই দুজনে।



মেঘ-পরী



মেঘ-পরী
- যাযাবর জীবন


আজ আকাশ জুড়ে মেঘ-পরী
ওড়াওড়ি ঘোরাঘুরি;
মেঘ-পরী কি আর বসে থাকে?
সে তো নীলাকাশে ভাসে;

যখন মন ভালো তখন পেঁজা সাদা তুলো
যখন মন খারাপ তখন অন্ধকার কালো
মেঘ-পরী ভাসে
মেঘ-পরী হাসে,
মেঘ-পরীর কান্নায় ভিজে যাই আমি;

আমার আকাশ তো নীল নয়
জানি না মেঘ-পরীর পরিচয়;

জানিস!
কখনো কখনো আমারও ইচ্ছে করে মেঘ হতে
উড়তে উড়াল ডানায়
তারপর না হয় ঝরে যাব কান্নায়, তোর বুকে।