মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

একলা


একলা
- যাযাবর জীবন


একলা পাহাড় খুব সকালে ভিজছে রবির লালে
একলা আমি খুঁজছি আমায় একলা পাহাড় তলে
একলা তুই একলা রাতে কাঁদিস অনেক দূরে
একলা চাঁদ অনেক আলোয় থাকে তোকে ঘিরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন