প্রেমিকা হবি?
- যাযাবর জীবন
অনেক কিছুই তো এলোমেলো
এর মধ্যে আমি সবচেয়ে বেশি,
সব কিছুর মাঝেই কিছু না কিছু খুঁত থাকে
আমার মাঝে সবচেয়ে বেশি,
অনেক সুন্দরের মাঝেও কিছু অসুন্দর থেকেই যায়
আমার যে পুরোটাই কালো!
তবুও কেন রে এত বাসিস ভালো?
আমার সব এলোমেলো
সব খুঁত আর কালো
সব অন্যায় আর ভুল
সবচেয় বড় ভুল কি জানিস?
তোকে দেখার ভুল।
বড্ড মন কেমন কেমন তোকে দেখলেই;
এ কি ভালোবাসা, নাকি অন্য কিছু?
আমি বুঝি না;
বোঝা আর না বোঝায় দোদুল্যমান হয়ে
আমি দিন দেখি রাত হয়ে
সাদা দেখি কালো হয়ে
সূর্য দেখি রাত্রি হয়ে
আর তোকে দেখি অবাক হয়ে;
আমি ভালোবাসা বুঝি না
তবুও তোকে দেখি
দেখি
আর দেখি তোকে মন ছুঁয়ে;
প্রেমিকা হবি আমার? ভালোবাসা ছুঁয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন