মানুষ হব
- যাযাবর জীবন
যেখানে ভালোবাসা সেখানেই মনোমালিন্য;
মন থাকলে সে তো একটু মলিন হতেই পারে!
রাগ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না
মন কষাকষি, ঝগড়া
কত রকম অনুভূতি
কত রকম অনুভব
মনের ভেতর খেলা করে;
মানুষ হলে পরে।
কই? তোর সাথে তো কখনোই ঝগড়া হয় নি আমার;
তবে কি ভালোবাসা ছিল না? মন নামক মনের খাঁচায়;
তোর কিংবা আমার।
তবে কেন মন পোড়ে তোর কথা মনে হলে?
অনুভূতি কখনোই বুঝতে পারি নি আমি,
আমি বোধ হয় মানুষ নই।
একবার ঠিক মানুষ হব, তোকে ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন