মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

অতৃপ্তি অর্ধকামে



অতৃপ্তি অর্ধকামে
- যাযাবর জীবন


প্রতিদিন তো আর শ্রাবণ নয়,
বৃষ্টি এলেই ভিজতে হয়;

অর্ধকামে অতৃপ্তি তোর
আমি জ্যোৎস্নায় ভিজি প্রতিদিন
চাঁদ ও চাঁদনিতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন