শনিবার, ২২ জুলাই, ২০১৭

মায়া




মায়া
- যাযাবর জীবন


মায়া
বড্ড খারাপ অনুভূতি,
একবার ভেতরে বসে গেলে
আর নেই কোন গতি;

কওয়া যায় না
সওয়া যায় না
অন্তরদহন হৃদয় ক্ষরণ
মায়া অনুভবের করুণ পরিণতি;

কেন তোকে এত্ত মায়া করি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন