শনিবার, ২২ জুলাই, ২০১৭

অহংকার



অহংকার
- যাযাবর জীবন


আমার এই আছে আমার ঐ আছে
হামবড়া ভাব চলনে বলনে,
মানবতা! খুঁজে পাওয়া ভার;

আমি এই হনুরে আমি সেই হনুরে
নিত্য বড়মানুষি কথায়, আচরণে,
মানুষ হওয়াই হয় না আমার;

আরে বোকা মাটি হবেই মাটি
আজ, কাল বা পরশু;
কিসের তোর বড়াই?
মিথ্যে অহংকার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন