সোমবার, ৩১ জুলাই, ২০১৭

বদল



বদল
- যাযাবর জীবন


চোখের দূরত্বে মনের আড়াল
আজ যোগাযোগ কমতে কমতে ঝাপসা হয়ে গেছে
তোর সম্পর্কের অনুভব
হয়তো ঝাপসা হতে হতে হয়তো আমাদের সম্পর্কটাই মুছে যাবে একদিন
তোর মনের আয়না থেকে;

বড্ড বদলে গেছিস তুই।

কোন এক একলা দুপুরে স্মৃতির কাঁটা খোঁচা দিলে
মনে হবে কি আমার কথা?
কোন এক একলা রাতে কোলবালিশটা জড়িয়ে ধরে
মনে করবি কি আমার কথা?

আমার মনের আয়নায় এখনো কিন্তু তুই তরতাজা
সকালে, দুপুরে, সন্ধ্যা কিংবা রাতে,
তরতাজা আমাদের ছোট-বড়, ভালো-মন্দ, রাগ-অনুরাগের স্মৃতিগুলো
মনের পাতা'তে;

আমি কিন্তু বদলাই'নি একটুও।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন