শনিবার, ২২ জুলাই, ২০১৭

পাহাড় তলে পাহাড় দেশে




পাহাড় তলে পাহাড় দেশে
- যাযাবর জীবন


পাহাড়ে রোদ ঝিলমিল
অল্প স্বল্প মেঘের ভেলা
নীলাকাশে সারা বেলা
পাহাড় হাসে খিলখিল;

আমারও ইচ্ছে করে রোদ-ভেজা হতে
পাহাড় পাদদেশে
তুই যদি থাকিস পাশে।

আয় ভিজি রোদে
দুজনে একসাথে
পাহাড় তলে
পাহাড় দেশে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন