শনিবার, ২২ জুলাই, ২০১৭

সোহাগী দাম্পত্য


সোহাগী দাম্পত্য
- যাযাবর জীবন


সারারাত পাশাপাশি
কোলবালিশ সীমানা
ঔষধ ঘুমে দম্পতি
ভালোবাসা উড়ালডানা;

অনুভবে ভালোবাসা
স্পর্শে পাশে থাকা
সোহাগী দাম্পত্য
সারারাত জড়িয়ে রাখা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন