শূন্যতা
- যাযাবর জীবন
শূন্যতা তো ছিলই
থরে থরে সাজানো
প্রকোষ্ঠে প্রকোষ্ঠে নিলয়ে অলিন্দে
ঘুম আর জাগরণে
কি এক আজব দিন ছিল সেগুলো,
শূন্যতায় ভরা;
তোর জন্য।
তারপর অনেক যুগ পার হয়েছে
এখন আর রাত জাগি না
ঘুমোলেও স্বপ্ন বসে না চোখে
কখনো চোখ চেয়ে থাকে সূর্যের দিকে, পোড়ায় না কিন্তু
জ্যোৎস্না দেখলেই বন্ধ করে ফেলি চোখ, যদি আবার
তোর কথা মনে পড়ে যায়! আগের মত!
এখন অলিন্দে শূন্যতা নিতে বড্ড ভয় করে
নিলয় ভরে আছে তোতে তোতে
ভালোবাসার স্থান কোথায় হৃদয় ঘরে?
আমি জানি,
তুই এখনো আদরদানা বিছিয়ে রেখেছিস আঁচল জুড়ে
আমার সাধ্য কোথায় খুঁটে খেতে।
দেখ দেখ!
ঐ যে ফিসফিসানি বৃষ্টি হচ্ছে নারকেল পাতায়
আয় ডুব দেই মনের গোলকধাঁধায়
তারপর রাত হয়ে যাই দুজনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন