রঙিন স্বপ্ন, সাদাকালো জীবন
- যাযাবর জীবন
আমরা একসাথে বাস করি
এক বিছানায় এক ঘরে
তবুও একজন আরেকজন থেকে যোজন দূরে
হাত বাড়ানো হয় না কোলবালিশের ওপারে
কাছে টানা হয় না বুকের ওপরে
দাম্পত্য কেঁদে মরে;
আমাদের বাস দুজন দু-ভুবনে
দুজন দুজন থেকে অনেক অনেক দূরে
তবুও একজন আরেকজনের মনের ঘরে
ওখানে চাঁদ উঠলে এখানে জ্যোৎস্না বৃষ্টি
এখানে মন খারাপে ওখানে অনাসৃষ্টি
একে কি ভালোবাসা বলে?
সম্পর্কগুলো বড্ড অদ্ভুত,
কখন যে হাসায় আর কখন যে কাঁদায়!
কে বলতে পারে?
আমরা স্বপ্ন দেখি রঙিন চশমায়
জীবন একদম সাদাকালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন