মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

ঈর্ষা ভেজা পাহাড়ে



ঈর্ষা ভেজা পাহাড়ে
- যাযবর জীবন


অঝোর বৃষ্টি পাহাড়ে পাহাড়ে
কামুক হয়েছে পাহাড়
ভিজে ভিজে, আহা রে!

পাহাড় ডাকছে
মেঘ ডাকছে
পেয়েছি বৃষ্টির নিমন্ত্রণ
স্বপ্নে ও ভালোবাসায় কোথায় আমার নিয়ন্ত্রণ?

এবার মেঘের ডানায় উড়াল আমার পাহাড়ে
পাহাড় রাণীর সাথে কাটাব তুই হীনা
কামহীন ভালোবাসার কিছু রাত;

তুই ঈর্ষায় ভিজতে থাক।
আমি উড়াল ডানায় পাহাড়ে
ভিজতে বৃষ্টিতে আহা রে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন