সোমবার, ৩ জুলাই, ২০১৭

লতানো সুখ



লতানো সুখ
- যাযাবর জীবন

আমি তো কবেই উড়ে গেছি দূরে
ঐ সুদূরে
পালক যদি কিছু পড়ে থাকে তবে কেবলমাত্র স্মৃতির;

তবু এখনো মাঝে মাঝে তাকাতে ইচ্ছে করে নীচে
অনেক অনেক নীচে;
অবগাহনে না হয় শরীর ঠাণ্ডা হয় আমার
নদীর কি যায় আসে?

দেখিস একদিন আমিও ঠিক ঠিক মাছ ধরব তোর গভীরে
সেদিন কাঁদিস না ভালোবেসে

তুই শুধু শুধুই লতিয়ে থাকিস আমাতে, কান্নায় ভেসে,
আমি আকাশে।

লতিয়ে থাকার সুখ জানে সোনালু
ভালোবেসে কিংবা না বেসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন