ভদ্দরনোক
- যাযাবর জীবন
রোদ হেলতেই মন আনচান
সূর্য ডুবতেই কুকুর জিহ্বা
রাত নামতেই আমি শ্বাপদ
পকেটে টাকার ঝনঝন
মনেতে কাম টনটন।
অন্ধকারে মৃগগন্ধা নরম শরীর
রানের ফাঁকে কামের সুড়সুড়ি
রিপুর গলিত শবে কামুক চোখ
হিংস্র হাসিতে হায়েনা দাঁত
কাম বাজারে টাকা ওড়ে
সারারাত ধরে
কুঁচকানো আঁচল পড়ে থাকে সিথানে
আর বিছানায় দলিত মথিত মাখন শরীর;
হ্যাঁ, আমি'ই পশু,
কাম বাজারে।
কয়েক সেকেন্ডের স্খলন শেষে
আমি নিপাট ভদ্দরনোক;
এবার ঘরে ফেরা
বৌ এর কাছে।
নারী-মাংসের বেচাকেনা!
ছি, ছি,
সে তো কামের হাটে,
কালে ভদ্রে অন্ধকার রাতে;
আমি বাবা ভদ্দরনোক
বৌ এর বুকে নাক গুঁজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন