সোমবার, ৩১ জুলাই, ২০১৭

রাত্রির খাতায় ভালোবাসা




রাত্রির খাতায় ভালোবাসা
- যাযাবর জীবন


ভালোবাসা, আপন করে নেয়া
হোক না সে এক জোড়া টগবগে ছুটন্ত পা
কিংবা আমার মত হুইল চেয়ারে পড়ে থাকা অথর্ব মাংসপিণ্ড;

অনুভবে কাছে আসা
অনুভব'ই ভালোবাসা
আপন করে নেয়া উড়ন্ত পাখি
কিংবা আমার মত ডানা ভাঙা;

ভালোবাসা মানে কাছে টানা
ভালোবাসা মানেই নিজের করে নেয়া,
টগবগে নওজোয়ান
কিংবা আমার মত অসম্পূর্ণ অর্ধ মানব;

কেও ভালোবাসে
কেও চেয়ে থাকে আশায়;

অনুভব অনুভবে
আর ভালোবাসা!
কিছু বইয়ের পাতায়
আর কিছু কবিতার খাতায়।

আমি শুধু শুধুই ভালোবাসা লিখি
অন্ধকার কালিতে
রাত্রির খাতায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন