ভেজা অনুভূতি
- যাযাবর জীবন
বুকের গভীরে লুকানো ভালোবাসা
ঠোঁটে ঠোঁটের স্বাদ
আমি কি ছুঁয়েছি তোকে?
মন ছুঁয়েছে চাঁদ;
দুপুরের গল্প কি জানিস?
রোদ;
তবে আজ কিন্তু বৃষ্টি
মন, সূর্যটা ঢেকে দিয়েছে বলে;
আকাশের দেয়ালগুলো ভেঙে জ্যোৎস্না নামবে যখন
আমি তোর বুকে ভালোবাসার ঘ্রাণ শুকব নাক ঘষে
তুই ঘুমপাড়ানি গান শোনাবি চুমু ভেজা ঠোঁটে
আবার কাম জেগে উঠলে
না হয় ভিজব তোতে;
বৃষ্টির তো ভেজাতেই আনন্দ
কে ভেজে
কেন ভেজে
কখন ভেজে
তাতে তার কি যায় আসে?
আমি আকাশের কথা বলছি
মেঘের
বৃষ্টির
কান্নার,
আর তোকে ভালোবাসার;
থাক না লুকনো বাকি অনুভূতিগুলো বুকের গভীরে
যেদিন আঘাতে হৃদয় খুঁড়বি সেদিন দেখিস খুলে খুলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন