মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

ঋণাত্মক জীবন



ঋণাত্মক জীবন
- যাযাবর জীবন


কারো মুখে সোনার চামচ
কেও জীবন হাঁটে বন্ধুর পথে
রাস্তার ইতিহাস ধুলোমাখা পায়ে

অর্থ সফলতা নয়
স্বস্তির খোঁজে জীবন
লোভের পরিহাস, অশান্তি

ভালোবাসা, কাম নয়
প্রেমের হাতছানি অর্বাচীন
সংসার খানখান প্রতিদিন

যোজন যোজন দূরে চাঁদের হাতছানি
জ্যোৎস্নায় হাত বাড়ায় সবাই
রাতের ইতিবৃত্ত লেখে অন্ধকার

আমি অর্থের খোঁজে
বন্ধুর পথে
জ্যোৎস্নায় ভিজি
অর্বাচীন প্রেমে;
আর কালোর মাঝে আলো খুঁজে খুঁজে
রাত হই প্রতিদিন;

কারো জীবন সূর্যে আলোকময়
কারো অঢেল প্রাপ্তি অযাচিত অকারণ
আমার ধনাত্মক চাহিদার ঋণাত্মক জীবন।















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন