ঘুমে ইচ্ছে পাহাড়
- যাযাবর জীবন
ইচ্ছে পাহাড়টা ঘুমোচ্ছে ভোরের বুকে
মেঘের ডানায় নাক ঘষে
আমার ঘুম হয় না চাঁদনির ডাকে
আমি চাঁদের সাথে সাথে,
একদিন ঠিক পাহাড় থেকে নেমে
আমিও ঘুমিয়ে পড়ব তোর বুকে;
ভালোবাসা থাকুক আর নাই থাকুক
ঠেলে দিস না আবার আমায় অন্ধকারে
সেই সেদিনের মত
পর করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন