চিরঘুম
- যাযাবর জীবন
বৃষ্টি নেমেছে ঝুম
ঘুমপাহাড়টা ভিজছে আকাশে হেলান দিয়ে
ডানা ভেজা পাখিগুলো চুপচাপ পাতার ফাঁকে ফাঁকে
মাঝে মাঝে ঠোঁট আদর দুজন দুজনে;
একটা দুটো অসভ্য কাক এদিক ওদিক অযথাই কা কা উড়ে যায়
নিস্তব্ধতা ভেঙে দিয়ে,
এখানে সময়কে থামিয়ে দেয়া গেলে বেশ হত!
কিংবা জীবন'কে;
নিস্তব্ধ ঘুমপাহাড়ে হেলান দিয়ে চিরঘুমে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন