চিলেকোঠা বাসি
- যাযাবর জীবন
এখানে বড্ড বৃষ্টি হচ্ছে আজ। মনে আছে? ঐ চিলেকোঠার ছাদ;
আহ কি দারুণ সময়ই না ছিল!
কদমে
বৃষ্টিতে
আর তোতে মাখানো।
কখনো যদি কদম আনতে ভুলে গেছি, কি রাগ তোর!!!
আর খোঁপাতে কদম পড়াতেই গলা জড়িয়ে তা ধেই ধেই
সে কি নাচ! একটু যদি করতি লাজ!
ঝিরিঝিরি বৃষ্টিতে বড্ড রেগে যেতি তুই
আধ-ভেজা হয়ে আকাশের সাথে যত্ত অভিমান,
তারপর যেই না ঝুম বৃষ্টি!
তোর আনন্দ দেখে কে!
কত অত্যাচারই না সয়েছে বেচারা ছাদ তোর ধেই ধেই নাচে;
অত্যাচার আমায় কম করেছিস?
একটু পর পর চায়ের বায়না
একটু পর পর চুমুর,
তারপর ঝুম বৃষ্টিতে আবার ধেই ধেই ঘুরে ঘুরে
পুরোটা ছাদ জুড়ে
চুমুতে আদরে ভরে
মনে পড়ে?
আজো কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে
সেদিনের মত
আর তুই মনে।
জানিস! এখন আর সেই ছাদটা নেই, ওরা চিলেকোঠার ঘরটা ভেঙ্গে
পুরোদস্তর বিল্ডিং বানিয়ে ফেলেছে; এখনো খুব মাঝে মাঝে ও রাস্তায় গেলেই
চোখ চলে যায় চিলেকোঠার দিকে আর মন তো'তে।
এখনো বৃষ্টি আছে, এখনো কদম ফোটে
এখনো ঝড় উঠলেই মন দিগ্বিদিক ছোটে
এখনো রোদ ওঠে, চাঁদ ওঠে
এখনো ভালোবাসতে ইচ্ছে করে জ্যোৎস্না এলে
এখনো ঘুমুতে ইচ্ছে করে তোর বুকে, ঢলে ঢলে;
মন কি আর মরে যায়? বল।
তুই উড়াল ডানা হতেই আমি ডানাভাঙা পাখি
তোর পেছন ফেরার সময় হয়েছে কি?
আমি স্মৃতি কুড়োই, কান্না বেচি;
আমি এখনও মনে মনে ঐ ছোট্ট চিলেকোঠা বাসি
কখনো কাঁদি কখনো হাসি
আর তোকে ভালোবাসি;
জানিস! সেই সেদিনের মত খুব বৃষ্টি এলে
এখনো আমি ভিজি কান্নায়, ভিজে তোতে
মনে মনে, চিলেকোঠার ছাদে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন