শনিবার, ২২ জুলাই, ২০১৭

ডুব


ডুব
- যাযাবর জীবন


রাত হলেই তুই নেমে যাস অন্ধকারে
আমি ডুব দেই কালোতে
প্রেম গন্ধে নেমে যাস তুই কস্তূরী নাভিতে
আমি ডুবে যাই মায়া-হরিণীর চোখে;

তো'তে নামতে গিয়ে কতবার গাছ হয়েছি!
ভাসতে গিয়ে হয়েছি আকাশ
ডুবতে গিয়ে সাগর;

আর মানবী'তে আগ্রহ হারিয়ে ফেলেছি
সেই সেদিন থেকে;
যেদিন পাহাড় হয়ে গিয়েছি,
তোকে ভালোবেসে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন