বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

শ্রাবণ আঁচল



শ্রাবণ আঁচল
- যাযাবর জীবন


সমুদ্র তোর চোখ
লবণ কুড়াই আমি
উড়াল ডানায় তুই
আকাশ বাড়ি আমার;

একদিন শ্রাবণ মুছে দিয়ে যাস
আদর আঁচলে
মন তোর বৃষ্টি হলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন