বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

শব্দের ফাঁকে শব্দ



শব্দের ফাঁকে শব্দ
- যাযাবর জীবন


যতই তুই থাকিস দূরে
আমি তোর মনের ঘরে
আকাশে আজ মেলেছি ডানা
তোর কাছে যেতে উড়ে

একটি আমার মনের খাতা
তোকে ভেবে ভরছে পাতা
শব্দ সাজাই শব্দের ফাঁকে
কাব্য সাজে তোকে ঘিরে

চল উড়ে যাই দূর আকাশে
মেঘের ওপর মেঘ ঐ ভাসে
স্বপ্ন ডানার পাখা মেলে
উড়াল ডানায় দুজন মিলে

যখন তোর উঁকি মনে
একটু শিহরণ সংগোপনে
সমুদ্র আজ মেখেছি গায়ে
অনুভূতির কান্না ধুয়ে

লবণ ধুয়ে নেব লবণ জলে
কান্না ওড়াব খেলার ছলে
ভাসব দুজন মেঘের আকাশে
থাকিস পাশে ভালোবেসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন