রবিবার, ৯ জুলাই, ২০১৭

মনবধ



মনবধ
- যাযাবর জীবন


থৈ থৈ রোদ দুপুর
চিড়বিড়ে মন হলদেটে
কাম নাচছে অনঙ্গ মেঘের নাচে
বুকে অথৈ শরৎ ভাবের খেলা
আজ কি ঝরবে আকাশ?
না শুধুই মেঘে মেঘে মেঘালাপ;

ক্লান্তির ব্যালকনিতে হেলান দিতেই
চোখ ঘুম ঘুম
স্বপ্নের আয়নায় তোর আয়ত চোখ খুলতেই
দুপুরের চোখ কুয়াশা
টুপ করে দু-ফোঁটা শিশির ঝরতেই
আমার ঘুমভাঙ্গা চোখে নেশা
ঐদিকে বিকেল হাজির রোদরঙা চায়ের কাপে
ঠোঁটের ভাঁজে কাপ রাখতেই আগুন তোর ঠোঁট
বুকের চাতাল বেয়ে কাম নামতেই
ঝুম বৃষ্টি নেমে আসে তোর আঁচল বেয়ে;
স্বপ্নমৈথুনে কাম ঝরিয়ে তুই উড়ে যাস সন্ধ্যের বকডানায়
আমি রতিভেজা নেমে যাই অন্ধকার রাতে।

কামবধের পর
আজ সুনসান অমাবস্যা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন