শনিবার, ৮ জুলাই, ২০১৭

কবিতার জাইগোট




কবিতার জাইগোট
- যাযাবর জীবন


কবিতার সাথে দীর্ঘ সময়ের সহবাসে
কারো অঙ্কুরোদগম হয়
কেও রয়ে যায় বন্ধ্যা,
আমার মত;

শুধুই অক্ষরের টক ঢেকুর, অবিরত।

শব্দ আর কলমের জাইগোট হয় না
ভাবনার বীর্যে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন