সোমবার, ৩১ জুলাই, ২০১৭

ভালোবাসা বিন্যাস



ভালোবাসা বিন্যাস
- যাযাবর জীবন


তারার মেলা রাতের আকাশে, আমি সবুজ ঘাসে
কালো কালো বেদনার রাতে
সবুজ সবুজ ঘাসের ডগায়
বিন্দু বিন্দু শিশিরে কান্না ভাসে;

আমি নদী দেখি, আকাশ দেখি
শিশির দেখি, কান্না দেখি
স্বপ্নগুলো কালো হতে হতে রাতে গিয়ে মেশে
তুই কোথাও নেই আশেপাশে;

আমার সোনালু স্বপ্নগুলো পেঁচাতে পেঁচাতে ধুসর
তোর উন্নাসি হৃদয় ব্যস্ত ভালোবাসা বিন্যাসে
তুই তারা সেজে রাতের আকাশে
আমি স্বপ্ন দেখতে দেখতে মর্ত্যের সবুজ ঘাসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন