ভালোবাসার মন নৌকা
- যাযাবর জীবন
আকাশের মন খারাপ
বড্ড বৃষ্টি ঝরাচ্ছে
আমারও ইচ্ছে করছে বৃষ্টিভেজা হতে
তোর সাথে;
কোথায় তুই?
তোরও কি ভিজতে ইচ্ছে করে?
আমার সাথে;
ঝমঝম বৃষ্টি টিনের চালে
বৃষ্টির ফোঁটাগুলো নাচছে পুরো ছাদ জুড়ে
মন খুলে রেখেছি আকাশের সাথে
আয় দুজনে ভিজি, বৃষ্টিতে
ভালোবাসার মন নৌকায় ভেসে যেতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন