মেঘ-পরী
- যাযাবর জীবন
আজ আকাশ জুড়ে মেঘ-পরী
ওড়াওড়ি ঘোরাঘুরি;
মেঘ-পরী কি আর বসে থাকে?
সে তো নীলাকাশে ভাসে;
যখন মন ভালো তখন পেঁজা সাদা তুলো
যখন মন খারাপ তখন অন্ধকার কালো
মেঘ-পরী ভাসে
মেঘ-পরী হাসে,
মেঘ-পরীর কান্নায় ভিজে যাই আমি;
আমার আকাশ তো নীল নয়
জানি না মেঘ-পরীর পরিচয়;
জানিস!
কখনো কখনো আমারও ইচ্ছে করে মেঘ হতে
উড়তে উড়াল ডানায়
তারপর না হয় ঝরে যাব কান্নায়, তোর বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন